ঢাকা | অক্টোবর ১, ২০২৪ - ২:১৯ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় বোরো ধান কাটা শুরু

  • আপডেট: Monday, May 9, 2022 - 10:55 pm

 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান কাটা শুর হয়েছে ৷ উপজেলার সলঙ্গা, রামকৃষ্ণপুর ইউনিয়ন এলাকাসহ বিভিন্ন এলাকার মাঠে কৃষকেরা পাকা বোরো ধান কেটে ঘরে তুলছেন৷ এ ধানের ফলন ভালো হচ্ছে ৷ এদিকে ধান কাটায় গ্রামীণ মজুরদের চাহিদা দিন দিন বাড়ছে ৷

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারের মৌসুমে উপজেলায় ৩০ হাজার ২শ ৪০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা ছিলো৷ সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে দশ হেক্টর বেশী জমিতে আবাদ হয়েছে। চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫শ ৮০ মেট্রিক টন। উপজেলার প্রায় সব মাঠেই কম বেশী জমিতে বোরো ফসলের আবাদ করা হয়েছে৷

বিভিন্ন এলাকার কৃষকেরা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানসহ নানা জাতের ধানের আবাদ করেছেন৷ এর মধ্যে ব্রি -২৯ জাতের ধান সবচেয়ে বেশী পরিমাণ জমিতে আবাদ করা হয়েছে৷ এছাড়া ব্রি -২৮, ব্রি -৮৯সহ নানা জাতের ধান কৃষকেরা আবাদ করেছেন৷

গত দিন সাতেক আগে উপজেলার রামকৃষ্ণপুর, সলঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠে আগাম লাগানো বোরো ধান কাটা শুর হয়েছে৷ এছাড়া বাঙ্গালা, কয়ড়া, হাটিকুমরুল ইউনিয়নের দু’একটি মাঠে কৃষকেরা তাদের আবাদ করা এ ধান কেটে ঘরে তুলছেন৷ কৃষকেরা আবাদ করা নানা জাতের বোরো ধান কেটে বাড়ীর উঠোন আঙ্গিনায় নিয়ে মাড়াই করছেন।

কৃষকেরা জানান, তারা এবারে বেশ ভালো হারে ধানের ফলন পাচ্ছেন৷ এমন ফলনে তারা খুশী৷ কৃষক আলিম জানান প্রায় সোয়া তিন বিঘা জমিতে তিনি হিরা জাতের ধান আবাদ করেছেন৷ এর মধ্যে বিঘা দুয়েক জমির ধান কেটেছেন৷ বিঘাপ্রতি সাড়ে বাইশ মণ হারে ফলন হয়েছে। এদিকে মাঠের ধান কাটা কাজে গ্রামীণ দিন মজুরদের চাহিদা এখন দিন দিন বাড়ছে৷

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, কৃষকেরা উন্নত বিভিন্ন জাতের বোরো ধান আবাদ করেছেন৷ এবারে সঠিক সময়ে সঠিক পরিচর্যায় রোগ বালাই খুবই কম হয়েছে। এরইমধ্যে প্রায় সাড়ে তিন হাজার হেক্টরের বোরো ধান ফসল কাটা হয়েছে। কৃষকেরা ধানের ফলনও ভালো হারে পাচ্ছেন ৷