ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১১:০২ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিশ্ব মা দিবস উদযাপন

  • আপডেট: Sunday, May 8, 2022 - 9:07 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা হয়। জেলা প্রশাসক আবদুল জলিল এতে সভাপতিত্ব করেন। সভায় মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ ও ভালবাসা আরও জাগ্রত করার ব্যাপারে তাগিদ দেন বক্তারা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. ছানোয়ার হোসেন, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মো. রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের রাজশাহী সার্কেলের উপ-পরিচালক লুৎফর রহমান প্রমুখ।