ঢাকা | মে ১৪, ২০২৫ - ২:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনার ডিজি

  • আপডেট: Sunday, May 8, 2022 - 9:01 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আতিকুল হক। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি রাজশাহী জেলা ত্রাণ গুদাম, মহানগর এলাকার বিভিন্ন টিআর প্রকল্প এবং গোদাগাড়ী উপজেলার এইচবিবি প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শনে মহাপরিচালক সন্তোষ প্রকাশ করেন।

এর আগে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চলমান কার্যক্রম বিষয়ে এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিজি। জেলা প্রশাসক আবদুল জলিল সভায় সভাপতিত্ব করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) মো. আমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন আল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS