ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা

  • আপডেট: Sunday, May 8, 2022 - 9:03 pm

স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উপলক্ষে ‘শ্রমিক মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা’-প্রতিপাদ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় রোববার সকালে বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী রাইফেল ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রার মোহাম্মদ আমিনুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুস সোহেল। এ ছাড়া শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল্লাহ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি পরিচালক সাদরুল ইসলাম এবং সরকারপক্ষের প্রতিনিধি হিসেবে রাজশাহী শিল্প সম্পর্ক শিক্ষায়তনের উপ-পরিচালক মনিরুল ইসলাম বক্তব্য দেন।

সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।