ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:৩৮ অপরাহ্ন

করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে: শিক্ষামন্ত্রী

  • আপডেট: Sunday, May 8, 2022 - 7:48 pm

 

অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার সব প্রস্তুতি নেয়া আছে। ২০২৩ সাল থেকে নতুন শিক্ষা কার্যক্রম চালু হলে শিক্ষাব্যবস্থার কোনো ক্ষতি হবে না। সব পরীক্ষাও উঠে যাবে না।

তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, খুব শিগগিরই ঘোষণা আসছে।

রোববার দুপুরে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপচারিতায় এসব কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছে। ৭৩ বছরের ইতিহাস বলে, আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছি। এর ধারাবাহিকতায় আগামীতেও সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।

এ সময় সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল (পিপি), শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী চকবাজারস্থ শহীদ মিনার এলাকায় শহর আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।