ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম

অধিনায়কের জোড়া গোলে জয় পেল উত্তরা বারিধারা ক্লাব

  • আপডেট: Sunday, May 8, 2022 - 9:17 pm

স্টাফ রিপোর্টার: টিভিএস বিপিএল ফুটবলে অধিনায়ক মোস্তাফা মালুনদের জোড়া গোলে স্বাধীনতার ক্রীড়া সংঘের বিরুদ্ধে জয় পেয়েছে উত্তরা বারিধারা ক্লাব। মিশরীয় এই খেলোয়াড় খেলার উভয়ার্ধে একটি করে গোল করে দলকে নিয়ে যান জয়ের প্রান্তে।

রোববার রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। ১৪ খেলা শেষে ১১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের নবম স্থানে রয়েছে উত্তরা বারিধারা ক্লাব। স্বাধীনতা ক্রীড়া সংঘ তাদের ১৪ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে।

মুন্সিগঞ্জে শহীদ বীর শ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লীগের প্রথম পর্বে স্বাধীনতা ক্রীড়া সংঘ গোলশুন্য ড্র করে রুখে দেয় উত্তরা বারিধারা ক্লাবকে। তবে এবার তাদের জয় আটকাতে পারল না দলটি।