ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ

  • আপডেট: Sunday, May 8, 2022 - 8:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন বর্নালী ডায়মন্ডের (বিডি) উদ্যোগে দুস্থ ও নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। রোববার নগরীর বর্নালী চত্বরে ৫০ জন নারী-পুরুষের মাঝে বিডির সদস্যদের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে বিডির সভাপতি মনিরুজ্জামান টিটো, সাধারণ সম্পাদক কেএএম সুলতানুল ইসলাম দিনার, সহ-সভাপতি আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টিপু, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।