ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:১২ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি মাশরাফি, পায়ে ২৭ সেলাই

  • আপডেট: Saturday, May 7, 2022 - 7:51 pm

 

অনলাইন ডেস্ক: নিজের বাসায় কাঁচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পা কেটেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এখন রাজধানী। এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

জানা গেছে, এই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পর মাশরাফির পায়ে ২৭টি সেলাই দেওয়া হৃয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সাবেক এই টাইগার অধিনায়কের পারিবারিক সূত্র থেকে জানায়, ‘কাচের টেবিলের সঙ্গে তার(মাশরাফি) ধাক্কা লাগে। কাঁচ ভেঙে পায়ের পেছনের অংশে মারাত্মকভাবে আহত হন তিনি। এখন এভারকেয়ারে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়া জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য মাশরাফি দোয়া চেয়েছেন সকলের কাছে।’

উল্লেখ্য, কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করেন মাশরাফি। শিরোপার দৌঁড়ে টিকে থাকলেও শেষ পর্যন্ত আর চ্যাম্পিয়ন হতে পারেনি তার দল। তবে রানারআপ হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।