ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৭:৪২ অপরাহ্ন

আ.লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় : শেখ হাসিনা

  • আপডেট: Saturday, May 7, 2022 - 7:57 pm

 

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি।

শনিবার বিকালে গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। দীর্ঘ ছয় মাস পর কার্যনির্বাহী সংসদের এই বৈঠক হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা।

সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করেছে জিয়াউর রহমান। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো পিছিয়ে ছিল না। সবসময় আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ বেশি ছিল। ষড়যন্ত্র করে ভোটে আওয়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছে। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আজ আমরা এগিয়েছি।’