ঢাকা | মে ৬, ২০২৪ - ৯:৫০ অপরাহ্ন

দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রীর চাপ

  • আপডেট: Friday, May 6, 2022 - 3:15 pm

অনলাইন ডেস্ক: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ব্যবহার করার ফলে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ।

এদিকে, গত একদিনে দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করে প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন নদী পার হয়ে ঢাকামুখী হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল ও যাত্রী ভোগান্তি নেই। যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে ২১টি ফেরির মধ্যে আজ ১৯টি চলাচল করছে। দুইটি ফেরি রেডি আছে, চাপ বাড়লে বহরে যোগ করা হবে

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন নদী পার হয়েছে। এর মধ্যে বাস ৮৮১টি, ট্রাক ৮১২টি, ছোট গাড়ি ৩ হাজার ৮০৮টি। এছাড়া ৯৫৪টি মোটরসাইকেল পার হয়েছে।

সোনালী/জেআর