ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৬:১৩ পূর্বাহ্ন

সাগরে লঘুচাপ, বৃষ্টি হতে পারে সব বিভাগে

  • আপডেট: Friday, May 6, 2022 - 2:00 pm

অনলাইন ডেস্ক: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী ৭২ ঘণ্টায় (তিনদিন) দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে এতে বলা হয়।

সোনালী/জেআর