ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১:১৯ অপরাহ্ন

জুয়া খেলার সময় চারজন গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 6, 2022 - 8:58 pm

স্টাফ রিপোর্টার: জুয়া খেলার সময় রাজশাহীতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজন হলেন- মো. মুকুল (৩৮), শহিদুল ইসলাম (৪৬), সাইদুল ইসলাম (৪৮) ও নূর আলম (৪৩)।

শুক্রবার বিকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুয়া খেলার সময় হাতেনাতে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।