ঢাকা | মে ২০, ২০২৪ - ১২:০৪ পূর্বাহ্ন

সু চি’র আপিল নাকচ করলেন মিয়ানমার সুপ্রিম কোর্ট

  • আপডেট: Thursday, May 5, 2022 - 1:26 pm

অনলাইন ডেস্ক:  সম্প্রতি একটি দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে তা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, আপিল করার সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেন আদালত। উভয়পক্ষের যুক্তি শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়।

উল্লেখ্য, একটি দুর্নীতি মামলায় গত সপ্তাহে সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দেশটির রাজধানী নেপিদোতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত এ রায় দেন।

ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে সু চি’কে এই সাজা দেওয়া হয়। সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা, এক্সামিনার, সিজিটিএন নিউজ