ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

  • আপডেট: Thursday, May 5, 2022 - 10:25 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ঈদুল ফিতরের চারদিনের টানা ছুটির পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম। সেই সাথে বন্দরের অভ্যন্তরে ফিরে এসেছে কর্মব্যস্ততা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিনের বন্ধে পণ্য পরিবহন করতে না পারায় যে ক্ষতি হয়েছে তা পূনরায় আমদানি-রফতানি শুরু হওয়ায় সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেবন বলে মনে করছেন তারা।

এদিকে, পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, ছুটি শেষ হওয়ায় আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে সোনামসজিদ স্থল বন্দর। বেলা ১১ টা থেকে পেয়াঁজ, ফলসহ বিভিন্ন ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।

সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের উপ-কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, ছুটি শেষে আবারও আমদানি-রফতানি শুরু হওয়ায় প্রানচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে। তিনি আরও জানান,‘এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা চারদিন ছুটি ভোগ করলেন এখানকার আমদানি-রফতানিকারক, ব্যবসায়ীসহ বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।