ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৪:৫১ অপরাহ্ন

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট: Thursday, May 5, 2022 - 9:35 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম নাঈম হোসেন (২৩)। উপজেলার পাহাড়পুর নামাজগ্রামে তার বাড়ি। বাবার নাম আলী হোসেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার লস্করহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাতে নাঈমের মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর নাঈমের মোটরসাইকেল আবার আরেকটি চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এতে নাঈম ঘটনাস্থলেই নিহত হন।

এ ছাড়া আরেক মোটরসাইকেলের তিন আরোহী এবং চার্জার ভ্যানচালকও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আইনগত প্রক্রিয়া শেষে নাঈমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।