ঢাকা | মে ১৮, ২০২৪ - ১০:৪৮ অপরাহ্ন

অধিকার আদায়ে শ্রমজীবী জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান

  • আপডেট: Sunday, May 1, 2022 - 4:30 pm

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত কর্মঘন্টা, মজুরি বৈষম্য, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কাজের অধিকার, ন্যায্য মজুরিসহ সকল অধিকারসমূহ আদায় করতে শ্রমজীবী জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির নেতারা।

রবিবার সকালে শহরের সাহেব বাজার জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা থেকে তারা এ আহ্বান জানান। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা মে দিবসের প্রেক্ষাপট, তাৎপর্য ও ইতিহাস তুলে ধরেন।

দেশে-বিদেশে শ্রমিকদের দুরবস্থা দূরীকরণে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, যে কর্মঘন্টা, ন্যায্য মজুরির দাবিতে সংগ্রামের সূচনা হয়েছিল বহু বছরের প্ররিক্রমায় আজও সেই অতিরিক্ত কর্মঘন্টা, মজুরি বৈষম্য, শোষণ, বঞ্চনা বিদ্যমান। কারখানার দুর্ঘটনায় নামমাত্র তদন্ত, নেই কোন সুবিচার। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রাপ্তিতে আজও শ্রমিকরা বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে কর্মঘন্টার বাইরে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সড়ক দুর্ঘটনাসহ শ্রমিকেরা শারীরিক, মানসিক ও অসংখ্য সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে। মে দিবসের চেতনা শোষণ, বঞ্চনা, বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে যুগের পর যুগ সারা বিশ্বের শ্রমজীবী জনগণকে আন্দোলন-সংগ্রামে প্রেরণা যুগিয়ে চলেছে। সময়ে এসেছে ফের নিজেদের অধিকার আদায়ে শ্রমজীবী জনগণকে সংগঠিত হওয়ার।

জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

আরও বক্তব্য দেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মহানগর যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আব্দুল খালেক বকুল, মহানগর সদস্য সীতানাথ বণিক, শাহীন শেখ, শ্রমিক নেতা বিমান চক্রবর্তী প্রমুখ।

সভাটি পরিচালনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম অপু।

সোনালী/জেআর