ঢাকা | মে ৯, ২০২৫ - ১০:২১ অপরাহ্ন

দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

  • আপডেট: Saturday, April 30, 2022 - 7:28 pm

 

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। শনিবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী ৩৮ সেকেন্ডের ভিডিও বার্তায় বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS