ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

আইনজীবী অভিজিৎ বকশী বাবলার মৃত্যু

  • আপডেট: Saturday, April 30, 2022 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্য অভিজিৎ বকশী বাবলা (৭২) মারা গেছেন। নগরীর সাগরপাড়া এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

প্রায় এক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন আইনজীবী অভিজিৎ। দীর্ঘ সময় ধরেই তিনি কোমায় ছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৮১ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে আইন পেশায় ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম (১) ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেছেন, আমরা অত্যন্ত ভদ্র, বিনয়ী, মৃদুভাষী ও ভালো একজন সিভিল প্র্যাকটিশনারকে হারালাম। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।