ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ৬:৪৩ পূর্বাহ্ন

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

  • আপডেট: Friday, April 29, 2022 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পুলিশের আটটি থানা এলাকায় জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পোলাও চাল, লাচ্চা সেমাই, চিকন সেমাই, চিনি, গুঁড়া দুধের প্যাকেট, আলু ও পেঁয়াজ দিয়ে আসেন। জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য জানিয়েছেন।