ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:৫০ পূর্বাহ্ন

৫০০ মানুষকে ঈদ উপহার দিল সড়ক পরিবহন শ্রমিক লীগ

  • আপডেট: Thursday, April 28, 2022 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০০ জন নিম্ন আয়ের মানুষকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের রাজশাহী মহানগর শাখা। বৃহস্পতিবার সকালে নগরীর শিরোইল এলাকার সিল্ক ডিজাইন অ্যান্ড ডিসপ্লে সেন্টারে এই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রত্যেককে ২ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি লাচ্চা সেমাই ও ২ কেজি আলু দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগের সভাপতি রমজান আলী, জাতীয় শ্রমিক লীগের নগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. রয়েল ও দপ্তর সম্পাদক মাহামুদ হাসান খান ইতু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নগরের সভাপতি হাসিবুল আলম রজন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাহেব আলী সাহেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের রাজশাহী বিভাগীয় প্রধান সিদ্দিকুর রহমান সিদ্দিক। অনুষ্ঠানে সড়ক পরিবহন শ্রমিক লীগের নগরের কার্যকরী সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি মহিউদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেরাজসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।