ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৩:৫৭ অপরাহ্ন

জুয়া খেলার অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১২

  • আপডেট: Thursday, April 28, 2022 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: জুয়া খেলার অভিযোগে রাজশাহীতে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সপুরা সিএনজি স্ট্যান্ড এলাকায় শ্রমিক সংঘের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১২ জন হলেন- রুহুল আমিন, আজাদ আলী, ইব্রাহীম মোল্লা, রহিদুল ইসলাম সেলিম, মো. আকাশ, বাবু শিং, কামরুল হাসান, মো. রনি, সিয়াম মোল্লা, সোহেল আলম, মো. রুবেল ও মহিদুল ইসলাম। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে এই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।