ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৬:০৪ অপরাহ্ন

পুঠিয়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ গ্রেপ্তার ২

  • আপডেট: Thursday, April 28, 2022 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আবারও একটি নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উপজেলার ভাড়রা গ্রামের এক বাড়ির এই কারখানায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুজনকে। গ্রেপ্তার দুজন হলেন- ওই গ্রামের মো. সুজন (৩৩) ও বশির আহম্মেদ (৩২)। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাড়রা গ্রামের মো. রুবেল (৩৩) নামের এক ব্যক্তির বাড়িতে গোপনে এই নকল প্রসাধনী কারখানা গড়ে তোলা হয়েছিল। বাড়িটি থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের সময় বাড়ির মালিক রুবেল পালিয়েছেন। তবে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিনজনের বিরুদ্ধেই পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে।