ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১২:৩১ অপরাহ্ন

পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • আপডেট: Thursday, April 28, 2022 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পবায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশি আঊশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে বিতরনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন। অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষক, সাংবাদিক, উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন ব্লকের মাঠ কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭শত জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। জন প্রতি কৃষককে উফশি আউশ জাতের ধান ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়।