ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৫০ পূর্বাহ্ন

বিস্ফোরণে কাঁপলো করাচি বিশ্ববিদ্যালয়

  • আপডেট: Tuesday, April 26, 2022 - 8:43 pm

 

অনলাইন ডেস্ক: পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য বিভাগের কাছে এ বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন।

সিন্ধু প্রদেশের পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে।

প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোস্তাক আহমেদ মেহের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহয়ের সঙ্গে ফোনালাপে নিহতের সংখ্যা নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে তিনজনই চীনের নাগরিক। এরা হলেন- কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গিপিং, দিং মুপেং, চেন সা। নিহত অপর ব্যক্তির নাম গাড়িচালক খালিদ।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এরা হলেন- ওয়্যাং ইউকিং ও হামিদ।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একটি সাদা ভ্যান আগুনে পুড়ে গেছে; পাশপাশের ঘরবাড়ির জানালাগুলোর কাচ ফেটে গেছে।