ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৫৯ পূর্বাহ্ন

বাঁধ ভেঙেছে হালির হাওরে, তলিয়ে যাচ্ছে পাকা ধান

  • আপডেট: Tuesday, April 26, 2022 - 12:06 pm

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের হালির হাওরের আহসানপুরের বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কৃষকের পাকা, কাটা ও মাড়াইকরা ধান, ডুবছে খড়ও। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই হাওর ডুবে যায়। সকালে হাওরের বেশির ভাগ অংশে পানি চলে আসে। এই হাওরে জেলার জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার কৃষদের জমি রয়েছে।

হাওরপাড়ের কৃষকরা জানিয়েছেন, ৬০-৭০ ভাগ জমির ধান কাটা শেষ হলেও বেশিরভাগ কাটা ও মাড়াই করা ধান ক্ষেতেই রয়ে গেছে। এখন ক্ষেত থেকে কাটা ও মাড়াই করা ধান আনতে আনতেই ভেসে যাচ্ছে হাওর। আর জমিতে থাকা পাকা ধান কাটার চিন্তা ছেড়েই দিয়েছেন বেশিরভাগ কৃষক।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব দাবি করেন, হালির হাওরে পাঁচ হাজার ২০০ হেক্টর জমি আছে। এর মধ্যে চার হাজার ৭০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানি ঢুকতে ঢুকতে বাকি ৫০০ হেক্টর ধানের কিছু ধান কেটে আনতে পারবেন কৃষকরা।

সোনারী/জেআর