ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৬:৩১ পূর্বাহ্ন

পারমাণবিক যুদ্ধের ঝুঁকিকে অবমূল্যায়ন না করার হুমকি রাশিয়ার

  • আপডেট: Tuesday, April 26, 2022 - 12:42 pm

অনলাইন ডেস্ক: পারমাণবিক যুদ্ধের গুরুতর ঝুঁকিকে অবমূল্যায়ন না করার জন্য বিশ্বকে সতর্ক করে রাশিয়া বলেছে, তারা এই ঝুঁকি হ্রাস করতে চায়। পাশাপাশি ইউক্রেনে পশ্চিমের পাঠানো প্রচলিত অস্ত্রের চালান তারা বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে বলেও হুঁশিয়ারি জানিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ পশ্চিমের শক্তিধর দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে পরমাণু যুদ্ধের হুমকি বাড়ছে এবং বিষয়টিকে ছোট করে দেখা উচিত নয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিতে ন্যাটো ইতোমধ্যে কিয়েভে অস্ত্র সরবরাহের মাধ্যমে রাশিয়ার সঙ্গে পরোক্ষভাবে ‘প্রক্সি যুদ্ধে’ জড়িয়ে গেছে।

তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো কতটুকু জরুরি? এমন প্রশ্নের জবাবে লাভরভ বলেন, ‘রাশিয়া যেকোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ এড়ানোর নীতিতে স্থির থাকতে চায়। এটাই আমাদের মূল অবস্থান। এ মুহূর্তে এ ধরনের কিছু ঘটার ঝুঁকি অনেক।’

তিনি আরও বলেন, ‘আমরা কৃত্রিমভাবে এই ঝুঁকি বাড়াতে চাই না। অনেকেই সেরকমটা চাইবেন। এ মুহূর্তে গুরুতর ও প্রকৃত বিপদের অস্তিত্ব আছে এবং আমরা একে হালকাভাবে নিতে চাই না।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, কিয়েভ আলোচনার টেবিলে বসার সময় ভালো উদ্দেশ্য নিয়ে আসে না। তিনি সাবেক অভিনেতা ও ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তুলনা করে বলেন, ‘আলোচনাকে ফলপ্রসূ করার বদলে তার মূল উদ্দেশ্য থাকে জনগণকে ধোঁকা দেওয়া।’

আজ মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৬০ দিন পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো রাষ্ট্রে অপর কোনো রাষ্ট্রের এটাই সবচেয়ে বড় আকারের হামলা।

সোনালী/জেআর