ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৪:৫৮ অপরাহ্ন

দুর্গাপুরে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা

  • আপডেট: Tuesday, April 26, 2022 - 9:35 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলায় ঋণগ্রস্থ হওয়ায় একব্যক্তি আমবাগানে গিয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছেন। ওই ব্যক্তির নাম আবু বাক্কার (৫৫)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের দূর্গাদহ গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।

মঙ্গলবার সকালে দুর্গাপুর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন হাসান বলেন, তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল ঋণের জন্য তাকে অনেকেই চাপ দিচ্ছিল।

আবু বাক্কারের পারিবারিক সূত্রে জানা যায়, তার ২০ থেকে ২৫ লাখ টাকা ঋণ ছিল। সম্প্রতি পাওনাদাররা তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে গত সোমবার রাতে বাড়ির বাহিরে একটি আমবাগানে গিয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু বাক্কার ঋণগ্রস্ত হয়ে আত্নহত্যা করেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।