ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৬:০৫ অপরাহ্ন

গভীর নলকুপের ড্রেন ভাঙল দুস্কৃতিকারীরা, অনিশ্চয়তায় ফসল

  • আপডেট: Tuesday, April 26, 2022 - 9:45 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলার সাদিপুর মাঠে গভীর নলকুপের পাকা ড্রেন ভেঙে ফেলেছে দুস্কৃতকারীরা। ফলে ওই মাঠে প্রায় ২শ বিঘা জমির ফসল অনিশ্চয়তার মুখে পড়েছে। এব্যাপারে ওই গভীর নলকুপের অপারেটর আকবর আলী সরকার বাদি হয়ে চারঘাট মডেল থানাসহ সংশ্লিষ্ট অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সাদিপুর মাঠে বিএমডিএ’র আওতায় একটি গভীর নলকুপ বসানো হয়। ওই নলকুপের আওকায় ২শ বিঘা জমিতে ধান, পাট গমসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে আসছে এলাকাবাসি।

১৯ এপ্রিল দিনগত রাতে দুস্কৃতকারীরা নলকুপের প্রায় ৫০ মিটার পাকা ড্রেন ভেঙ্গে ফেলেছে। যার কারনে ওই মাঠের ধান পাটসহ বেশ কিছু ফসল প্রচন্ড খরার কবলে পড়ে অনিশ্চয়তার মুখে পড়েছে।

অপারেটর আকবর আলী বলেন, কৃষিবান্ধব সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য একটি দুস্কৃতকারী মহল কৃষকের উৎপাদিত ফসলকে ধ্বংস করার জন্যই এই ধ্বংসাত্মক কাজটি করেছে।

বিএমডিএ’র সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।