ঢাকা | মে ১৪, ২০২৫ - ৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৭

  • আপডেট: Monday, April 25, 2022 - 8:22 pm

 

অনলাইন ডেস্ক: গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে।

একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩৪৮টি। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৫১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS