মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যাক্তি জাপানের নাগরিক কেন তানাকা ১৯ এপ্রিল পশ্চিম জাপানের ফুকুওকা শহরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। সোমবার পাবলিক ব্রডকাস্টার এনএইচকে খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুর সময় এই মহিলার বয়স ছিল ১১৯ বছর।
১৯০৩ সালের ২ জানুয়ারি তিনি জাপানে জন্ম গ্রহণ করেন। সে বছরের ১৭ ডিম্বের রাইট ভ্রাতৃদ্বয় তাদের মোটর চালিত বিমানের প্রথম নিয়ন্ত্রিত ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেন।
২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসাবে নাম লেখান তানাকা। জীবনকালে তিনি চকলেট এবং ফিজি পানীয় পছন্দ করতেন বলে এনএইচকে জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, বর্তমানে জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং জীবিতদের বেশিরভাগই বয়স্ক নাগরিক। গত সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৮৬ হাজার ৫১০ জনই ছিলেন শতবর্ষী এবং প্রতি ১০ জনের মধ্যে নয় জনই নারী।