ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:৩৬ অপরাহ্ন

ভাই-ভাতিজাদের মারপিটে আহত বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Monday, April 25, 2022 - 11:23 pm

স্টাফ রিপোর্টার: ছোট ভাই ও ভাতিজাদের মারপিটে গুরুতর আহত হওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক বৃদ্ধ কৃষক মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। এই বৃদ্ধের নাম মো. আনসার (৬৫)। বাড়ি গোদাগাড়ী সদর ইউনিয়নের সাগুয়ান ঘুণ্টি গ্রামে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ এপ্রিল আনসারের বেগুন খেতে ঢুকে পড়েছিল তাঁর ছোট ভাই মো. একতারের একটি ছাগল। ইফতারের আগে এ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আনসার মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। একতারের পক্ষেরও দুজন আহত হন। সেদিন সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আনসার মারা গেছেন।

ওসি আরও জানান, আনসারকে মারপিটের ঘটনায় ১০ এপ্রিলই তার ছেলে বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলাটিতেই এখন হত্যার ধারা যুক্ত হবে। ওই মামলার মোট আসামির মধ্যে সাতজন জামিনে আছেন। অন্য একজন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে সোমবার রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে আনসারের মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।