ঢাকা | মে ১৬, ২০২৫ - ৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীর রিয়াজুল হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

  • আপডেট: Sunday, April 24, 2022 - 9:16 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী নিউমার্কেটের সামনের ফুটপাতের ব্যবসায়ী রিয়াজুল হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আরিফ সরকার রাব্বি (২৬)। রাজশাহীর বায়া বিষ্ণুর মোড় এলাকায় তার বাড়ি। তবে নগরীর আসাম কলোনী রবের মোড়ে থাকতেন রাব্বি।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রিয়াজুল খুনের পর থেকে রাব্বি পলাতক ছিলেন। শনিবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশের একটি দল দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার এ মামলায় শরিফুজ্জামান ওরফে শরিফ (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী নিউমার্কেটের সামনে ফুটপাত দখল নিয়ে গত ২১ মার্চ রাতে রিয়াজুল ইসলাম নামের এক তরুণ ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হন। আহত হয়েছিলেন তার ভাই।

প্রতিপক্ষরা ফুটপাতে থাকা দুই ভাইয়ের স্যান্ডেলের দোকান তুলে দিয়ে নিজেরা দোকান দেওয়ার চেষ্টা করছিলেন। এর জের ধরে দোকানেই দুই ভাইয়ের ওপর আক্রমণ করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS