ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:২১ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট: Sunday, April 24, 2022 - 9:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজশাহী সার্কিট হাউজে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আব্দুল জলিল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. মুনসুর রহমান, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, দৈনিক সোনালী সংবাদ সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।