ঢাকা | মে ১৭, ২০২৫ - ৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম

ডেন্টালে পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ

  • আপডেট: Sunday, April 24, 2022 - 8:15 pm

 

অনলাইন ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

রবিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ডেন্টালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১২১ শিক্ষার্থী। অন্যবারের চেয়ে এই সংখ্যা অনেক বেশি।

এবারের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। তবে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকার ৩৯ হাজার ৩৯৫ জনের মধ্যে মেয়ে আছে ২৫ হাজার ৬৪৬ জন। এবং ছেলে আছে ১৩ হাজার ৭৪৯ জন।

নাসরিন ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর সারা দেশে সেরা হয়েছেন নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতেই এর ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS