ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:৫০ অপরাহ্ন

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার

  • আপডেট: Sunday, April 24, 2022 - 9:35 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাজারদিয়াড় গ্রামের মাসুদ রানা (২৮) ও রুবেল আলী (২০)। সম্পর্কে তারা দুই ভাই।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।