ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:৫৯ পূর্বাহ্ন

পাঁচদিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী সামাদ

  • আপডেট: Sunday, April 24, 2022 - 9:52 pm

 

স্টাফ রিপোর্টার: পাঁচদিন আগে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি মানসিক প্রতিবন্ধী যুবক আবদুস সামাদ (২৩)। তার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার আমরুল কসবা গ্রামে। সামাদের বাবার নাম আহাদ আলী।

সামাদের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মুখমণ্ডল লম্বা। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল শার্ট ও প্যান্ট। সামাদের সাইকেলটিরও সন্ধান পাওয়া যায়নি। সামাদের নিখোঁজ হওয়ার ঘটনায় বাবা আহাদ আলী গত শনিবার আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পেশায় দিনমজুর আহাদ আলী আগে তার পরিবার নিয়ে রাজশাহী নগরীর সুজানগর শিল্পীপাড়া এলাকায় থাকতেন। ছয়মাস আগে গ্রামের বাড়ি চলে গেছেন। গত ১৯ এপ্রিল সে বাড়ি থেকেই বের হয়েছেন সামাদ। সামাদের কোন সন্ধান পাওয়া গেলে ০১৭৫৭৮৮৫৩৪৭ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন তার মা তাজকিরা খাতুন।