ঢাকা | মে ১৭, ২০২৫ - ৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

টানা চার দিন করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৪

  • আপডেট: Sunday, April 24, 2022 - 8:12 pm

 

অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। এ অবস্থার মধ্যে টানা চতুর্থ দিনের মতো করোনায় মৃত্যুশূন্য থাকল বাংলাদেশ। গত এক দিনে করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই থাকল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৪১ শতাংশ।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ২৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৯৮ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৩ হাজার ৪৬০ জন।

Hi-performance fast WordPress hosting by FireVPS