ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:৪৯ পূর্বাহ্ন

ঘরে দুই শিশু সন্তানের লাশের সঙ্গে পড়ে ছিলেন আহত মা

  • আপডেট: Sunday, April 24, 2022 - 8:20 pm

 

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে বসতঘর থেকে ছয় বছর ও চার মাস বয়সী দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় বৈদ্যুতিক ফ্যানের পাখা রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। সাজিম ও সানির উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নম্বর পুনর্বাসন এলাকার চালক ইউসুফের ছেলে।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে দুই শিশুকে হত্যার পর মা শহিদা বেগম আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

এ বিষয়টি নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ ও ইউপি সদস্য মো. করিম মেম্বার নিশ্চিত করেছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কিভাবে ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি। তদন্ত চলছে।