ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১০:৩১ পূর্বাহ্ন

সত্যিই কী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিলাওয়াল?

  • আপডেট: Sunday, April 24, 2022 - 12:06 pm

অনলাইন ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি দু-এক দিনের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিলাওয়ালের দলের নেতা ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা কামার জামান কায়রার বরাতে এ খবর জানিয়েছে জিও নিউজ।

কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের সময় বিলাওয়াল উপস্থিত ছিলেন, তবে তিনি শপথ নেননি।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব নিশ্চিত করেছেন, বিলাওয়াল পাকিস্তানে ফিরেই শপথ নেবেন। মুসিলম লিগ-নওয়াজের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফের সাথে দুই দফা বৈঠকের পর পাকিস্তানের উদ্দেশে এরইমধ্যে লন্ডন ছেড়েছেন বিলাওয়াল।

পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধান দুই শরিক পিএমএল-এন ও পিপিপি। নওয়াজ ও বিলাওয়ালের মধ্যে সবশেষ বৈঠকের পর দুই দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিও দেওয়া হয়েছে।

এই বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্রের সাংবিধানিক বিজয়ের পর আইনের শাসন, পার্লামেন্টের কর্তৃত্ব প্রভৃতি বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। সঙ্কট মোকাবেলায় তাঁরা ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

সূত্র: জিও নিউজ