ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৩৬ পূর্বাহ্ন

মঙ্গলবার উপহারের ঘর পাচ্ছে রাজশাহীর ১১৪৯ পরিবার

  • আপডেট: Sunday, April 24, 2022 - 9:18 pm

স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে আগামী মঙ্গলবার রাজশাহীর আরও ১ হাজার ১৪৯টি পরিবার পেতে যাচ্ছে নতুন ঘর। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে পরিবারগুলো। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই গৃহহীনদের নতুন ঘর বুঝিয়ে দেওয়া হবে।

রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি জানান, এর আগে রাজশাহীতে প্রথম ধাপে ৬৯২টি ও দ্বিতীয় ধাপে ৮৫৪টি সেমিপাকা বাড়ি পেয়েছেন গৃহহীন ও ভূমিহীনরা। এবার ৯ উপজেলায় হস্তান্তর হতে যাচ্ছে আরও ১ হাজার ১৪৯টি বাড়ি।

সংবাদ সম্মেলন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরাসহ অন্য কর্মকর্র্র্তারা উপস্থিত ছিলেন।