ঢাকা | মে ১৫, ২০২৫ - ৮:১৪ অপরাহ্ন

ভোক্তা অধিকারে অভিযোগ করে ৫ হাজার টাকা পেলেন নারী

  • আপডেট: Sunday, April 24, 2022 - 9:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে পাঁচ হাজার টাকা পেয়েছেন এক নারী। তাঁর নাম ফাহমিদা আহমেদ। বাড়ি নগরীর ডিঙ্গাডোবা এলাকায়।

মেয়াদ উত্তীর্ণ ময়দা দেওয়ায় নগরীর তেরোখাদিয়া এলাকার এক দোকানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল-মারুফ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি অর্ডার দিয়ে তেরোখাদিয়া এলাকার মুস্তাকিমের দোকান থেকে ময়দা কেনেন ফাহমিদা। তিনি তিনটি ময়দার প্যাকেট কিনেছিলেন। সবগুলোরই ছিল মেয়াদ উত্তীর্ণ। এ নিয়ে তিনি ভোক্তা অধিকার আইনে অভিযোগ করেন।

এ নিয়ে রোববার উভয়পক্ষের শুনানি হয়। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবসায়ী মো. মোস্তাকিমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পান অভিযোগকারী। এই টাকা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS