ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৭:১৭ অপরাহ্ন

শিরোনাম

বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • আপডেট: Sunday, April 24, 2022 - 9:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিজয়নগর গ্রামের আবদুল হাই টুনু (৬৫), তার ভাই গোলাম মোস্তফা সিবাজি (৫০), পাশর্^বর্তী রাণীনগর গ্রামের সেরাজুল ইসলাম (৫০) এবং বান্দুরিয়া হাজিপুর এলাকার নরেশ হেমব্রম (৬০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা সাদিকুল হক এবং গোদাগাড়ীর বিজনগরের মো. ইব্রাহিম গোদাগাড়ীর বাঁশলিতলা এলাকায় তাদের প্রায় আট বিঘা জমি প্লট আকারে বিক্রির জন্য প্রস্তুতি নেন। এরপর থেকেই বিএনপি নেতা টুনুর নেতৃত্বে তার ক্যাডার বাহিনী সাদিকুল এবং ইব্রাহিমকে নানাভাবে হুমকি দিতে থাকেন। গত ১৩ ফেব্রুয়ারি জমিতে উপস্থিত হয়ে টুনু এবং তার ১৫-২০ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন।

এরপর জমির মালিক এবং সাদিকুলকে ভয়ভীতি দেখান টুনু। টুনু এ সময় জমির দুই মালিককে বলেন, জমি প্লট আকারে বিক্রি করতে হলে তাকে ২০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় প্রাণে মেরে ফেলা হবে। এ সময় টুনু এবং তার লোকজন ইব্রাহিমের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনেয়ে নেয়। এছাড়া ভুয়া কাগজপত্র তৈরি করে মিথ্যা মামলা দায়ের এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার বাদী বলেন, আমাদের জমির মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। মূল্যবান জমিটি দখলে নেয়ার জন্য টুনু এবং তার বাহিনী গত সাড়ে চার মাস থেকে অপৎপরতা চালিয়ে যাচ্ছে। তার ক্যাডার বাহিনীর প্রতিনিয়ত হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। শুধু আমরা নয়, এ এলাকায় টুনু এবং তার বাহিনীর সন্ত্রাসী তৎপরতায় এলাকার মানুষ জমি-ভিটা হারিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ব্যাপারে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, জমি নিয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামি টুনুর বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগে আরও কয়েকটি মামলা রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS