ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৫০ পূর্বাহ্ন

দেশে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা

  • আপডেট: Sunday, April 24, 2022 - 4:45 pm

অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, তাই আমাদের দেশেও সংক্রমণ বাড়ার আশঙ্কা র‌য়ে‌ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (নিপসম) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ভারতসহ বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। বাংলাদেশেও সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, বাংলাদেশ থেকে অনেকেই ভারতে যাতায়াত করছেন।

তিনি আরও বলেন, দেশ এখন করোনায় মৃত্যুশূন্য, এটি আমাদের ধরে রাখতে হবে। আর এ জন্য সবাইকে সচেতন হতে হবে। দেশের প্রায় ১৩ কোটি মানুষ টিকার আওতায় উল্লেখ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যারা টিকা নেননি, তারা ইচ্ছাকৃতভাবেই নিচ্ছেন না।

মন্ত্রী বলেন, সুস্থ থাকতে হলে অতিরিক্ত তেল ও লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি শাকসবজি ও ফলমূল খেতে হবে।

সোনালী/জেআর