ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ২:৩১ পূর্বাহ্ন

ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না: স্বাস্থ্যের ডিজি

  • আপডেট: Sunday, April 24, 2022 - 8:31 pm

 

অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে পারলেও ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. খুরশীদ আলম বলেন, দেশে ডায়রিয়া নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। আর ডায়রিয়া বা কলেরা যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে দুবাই, কাতার, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানো স্টপ (বন্ধ) রাখার ক্ষেত্রে সতর্কতার কথা বলেছে।

তিনি বলেন, ম্যালেরিয়া আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারছি না। যে বাধাগুলো রয়েছে, সেগুলো দূর করার জন্য নতুন করে পরিকল্পনা করে আমরা এগিয়ে যাব। জনসচেতনতা তৈরি করতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়া বাড়ছে, সেসব এলাকায় কাজ করতে হবে।

বেশ কিছুদিন ধরেই দেশ ডায়রিয়ার প্রকোপ চলছে। রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।