ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৮:২৮ পূর্বাহ্ন

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Saturday, April 23, 2022 - 9:49 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবদুল আজিজ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাতে নগরীর হড়গ্রাম কাঁচাবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, ট্যাপেন্টাডল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে আজিজকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামি আজিজের বাড়ি নগরীর গোলজারবাগ গুড়িপাড়া এলাকায়।