ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১:০৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট: Saturday, April 23, 2022 - 9:57 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- স্বপন আলী (২৮), মো. রাসেল (২৬), মো. ফিরোজ (২২), আব্দুর রহমান (২৫) ও আরিফুল ইসলাম (২৮)। নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করে। আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর রাজপাড়া থানার পূর্বআলীগঞ্জ ডোবাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ডিবি পুলিশ এদের নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।