ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:৪৭ পূর্বাহ্ন

এক সাথে চার অজ্ঞাত লাশ দাফন করল কোয়ান্টাম

  • আপডেট: Saturday, April 23, 2022 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া চারটি অজ্ঞাত লাশ দাফন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। শনিবার দুপুরে নগরীর হেঁতেমখা গোরস্থানে দাফন সম্পন্ন করে কোয়ান্টাম ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা।

মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় মৃত্যু এবং রাস্তার পাশে পড়ে থাকা মৃত ব্যক্তি ও ট্রেনে কেটে যাওয়া ব্যক্তির স্বজনের কোন সন্ধান না পাওয়ায় লাশগুলো কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে দাফন ও সমাধি সম্পন্ন করা হয়।

উল্লেখ্য যে, লাশগুলো মেডিকেল হিম ঘরে রাখা হয় স্বজনের খোজে কিন্তু স্বজনদের খোঁজ না পাওয়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় দাফন ও সমাধি সম্পন্ন করা হয়।