ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১২:০০ অপরাহ্ন

ভিডিও ফুটেজ দেখে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

  • আপডেট: Saturday, April 23, 2022 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নিউমার্কেটের সামনে ফুটপাত দখলকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শরিফুজ্জামান ওরফে শরিফ (২৭)। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটা মোড় এলাকায় তাঁর বাড়ি।

শুক্রবার বিকালে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ তেরখাদিয়া এলাকায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে থেকে শরিফুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে এ দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শরিফুজ্জামান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তার সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী নিউমার্কেটের সামনে ফুটপাত দখল নিয়ে গত ২১ মার্চ রাতে রিয়াজুল ইসলাম নামের এক তরুণ ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হন। আহত হয়েছিলেন তার ভাই। প্রতিপক্ষরা ফুটপাতে থাকা দুই ভাইয়ের স্যান্ডেলের দোকান তুলে দিয়ে নিজেরা দোকান দেওয়ার চেষ্টা করছিলেন। এর জের ধরে দোকানেই দুই ভাইয়ের ওপর আক্রমণ করা হয়।