ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৮:১২ পূর্বাহ্ন

সরকারি শিশু পরিবারে রাজশাহী জেলা প্রশাসনের ইফতার মাহফিল

  • আপডেট: Friday, April 22, 2022 - 11:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পবা উপজেলার বায়া সরকারি শিশু পরিবারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক একেএম সরোয়ার জাহান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. হাসিনা মমতাজ, পবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বায়েজীদ হোসেন, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. জিয়াউল রহমান প্রমুখ।