ঢাকা | মে ১০, ২০২৫ - ৬:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

  • আপডেট: Friday, April 22, 2022 - 11:08 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশের রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত হবে। কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।

পরিচয় জানা গেলে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।

Hi-performance fast WordPress hosting by FireVPS